জামিনে বের হয়ে ৭ বছর ধরে ‘তৃতীয় লিঙ্গের’ ছদ্মবেশ, তবুও মেলেনি রেহাই

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৪:১৫ এএম

জামিনে বের হয়ে ৭ বছর ধরে ‘তৃতীয় লিঙ্গের’ ছদ্মবেশ, তবুও মেলেনি রেহাই

দুই বছরের কারাদণ্ড থেকে রেহাই পেতে সাত বছর ধরে ‘তৃতীয় লিঙ্গের’ ছদ্মবেশে আত্মগোপনে চলে গেলেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির।

গতকাল শনিবার রাজধানীর বাড্ডা এলাকায় শাহ আলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

শাহ আলী থানার ওসি বলেন, “মাদক মামলায় জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছিল বিল্লাল হোসেন। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে বিল্লাল ‘তৃতীয় লিঙ্গের’ কেউ নয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়।”

ওসি আমিনুল ইসলাম আরও বলেন,“তৃতীয় লিঙ্গের” ছদ্মবেশ ধারণ করে তিনি গত ৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর শাহআলী থানা পুলিশের কাছে মাদকসহ গ্রেপ্তার হয় বিল্লাল হোসেন। পরে পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় তার দুই বছরের সাজা হয়।  পরে জামিনে বের হয়ে মামলার দায় থেকে বাঁচতে আত্মগোপনে চলে যান তিনি। কয়েক বছর কোনো সন্ধান না পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। তবে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, বিল্লাল হোসেন তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।এরই ধারাবাহিকতায়  শাহ আলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Link copied!