‘জিজ্ঞাসাবাদ শেষে’ গয়েশ্বরকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ১০:৩১ পিএম

‘জিজ্ঞাসাবাদ শেষে’ গয়েশ্বরকে ছেড়ে দিয়েছে পুলিশ

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে শনিবার রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। 

এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলাকালে রাজধানীর ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। 

পরে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

এই বিষয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, বিএনপির ছোড়া ইট-পাটকেলে পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ঢিল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের গায়েও লেগেছিল। পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে তুলে গোয়েন্দা কার্যালয়ে আনে। পরে তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় মামলা হবে। এর পেছনে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, তারা এমন একটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সে অনুযায়ী আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছিলাম। কিন্তু তারপরও তারা যেভাবে পুলিশের ওপরে হামলা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক‍‍’, যোগ করেন হারুন অর রশীদ।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধোলাইখাল মোড়ে ঢাকা জেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক এড. নিপুণ রায়ের নেতৃত্বে দলটির কয়েক শ নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালনে অংশ নেন। তারা সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে।

সে সময় পুলিশ বলেছিল, গয়েশ্বরকে ‍‍‘চিকিৎসার‍‍’ জন্য পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Link copied!