জুন থেকে ফাইজারের বিশেষ টিকা দেওয়া হবে শিশুদের: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০২:৪৬ এএম

জুন থেকে ফাইজারের বিশেষ টিকা দেওয়া হবে শিশুদের: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মাঝামাঝিতে শিশুদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “৫-১২ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে দেওয়া শুরু হবে।”

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখনও করোনা আছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমরা কাজকর্ম চালিয়ে যেতে পারছি।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে এখন করোনার মৃত্যুশূন্য অবস্থা রয়েছে। এ জন্য দেশের মানুষ স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে। সুন্দরভাবে ঈদ করতে পারবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সুপরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ বিশ্বের কাছ থেকে সুমান অর্জন করেছে। দেশের আর্থিক অবস্থাও ভালো।”

এ সময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!