বকেয়া বাকি থাকায় আকাশপথে বাড়তি ভাড়া বাংলাদেশে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৪, ০৬:০৭ পিএম

বকেয়া বাকি থাকায় আকাশপথে বাড়তি ভাড়া বাংলাদেশে

ছবি: সংগৃহীত

বিদেশি এয়ারলাইন্সগুলো কাছে বকেয়া পরিশোধ করতে না পারায় আকাশপথে বাংলাদেশে ভাড়া বেড়েই চলেছে। ভবিষ্যতে ভাড়া আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে একটি বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কাছে বিদেশি এয়ারলাইন্সগুলোর ৩২ কোটি ৩০ লাখ ডলার পাওনা আছে। দ্রুত বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশকে নির্দেশ দিয়েছে আইএটিএ।

এদিকে, পাওনা টাকার ক্ষতিপূরণ মেটাতে ভিন্ন পন্থা অবলম্বন করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বিমান পরিচালনার খরচ যোগাতে এবং লভ্যাংশ তুলতে বাংলাদেশে সুলভ মূল্যের টিকেট বিক্রি বন্ধ করে দিয়েছে বেশিরভাগ এয়ারলাইন্স সংস্থা। পরিবর্তে শুধুমাত্র উচ্চ দামের টিকেটগুলোই বিক্রি করছেন যাত্রীদের কাছে। অনেক ক্ষেত্রে টিকেটের ভাড়াও বাড়িয়ে দিয়েছে আগের তুলনায়। বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত ভাড়া আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা ডলারের মজুদ কম থাকায় এই বকেয়া জমা হয়েছে।

Link copied!