টিকাদান কার্যক্রম ৪দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২১, ১১:১০ পিএম

টিকাদান কার্যক্রম ৪দিন বন্ধ থাকবে

ঈদ উল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু হওয়ায় সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম মঙ্গলবার (২০ জুলাই) থেকে চারদিন বন্ধ থাকবে।

মঙ্গলবার থেকে সরকারঘোষিত তিন দিনের ঈদের ছুটি (২০, ২১ ও ২২ জুলাই) শুরু হয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হওয়ায় ঈদ উপলক্ষ্যে মোট ৪দিন করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন গণমাধ্যমে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের এ লাইন ডিরেক্টর বলেন, দেশে টিকা দেওয়া শুরুর পর থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের তিন দিন টিকা দেওয়া বন্ধ থাকবে।

রোবেদ আমিন আরও বলেন, ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকাদান। এরপর ২৪ জুলাই থেকে আবারও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। একই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ২০২১ সালের জানুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ।

Link copied!