প্রতীকী ছবি
গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে যখন দেনদরবার করা হচ্ছে, ঠিক তখনই সেখানে লড়াই আরও বেগবানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা জানান, দীর্ঘ যুদ্ধের জন্য তারা প্রস্তুত।
শুক্রবার (১৭ মে) এক ভিডিওবার্তায় ওই মুখপাত্র বলেন, “ফিলিস্তিনের জনসাধারণের ওপর নির্বিচারে যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তা বন্ধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি।”
তিনি দাবি করেন, “গত ৭ অক্টোবর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত হামাস যোদ্ধারা বীরত্বের সঙ্গে লড়াই করছে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনেও সফল হয়েছি আমরা। কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরছে না।”
প্রায় দুই সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানেও হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘাত তীব্রতর হয়েছে বলে দাবি করেন আবু উবাইদা।
তিনি বলেন, “১০ দিনে গাজায় অন্তত ১০০ ইসরায়েলি সামরিক সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আল-কাসেম ব্রিগেডের যোদ্ধারা। রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলিদের লড়াই বেগবাবান হচ্ছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়েছে।”
সূত্র: আনাদোলু