টিকার জন্য বানর ধরতে গিয়ে গ্লোব বায়োটেকের ৫ কমী লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২১, ০৮:৪৫ পিএম

টিকার জন্য বানর ধরতে গিয়ে গ্লোব বায়োটেকের ৫ কমী লাঞ্ছিত

বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা ‘বঙ্গভ্যাক্সের’র পরীক্ষার জন্য গাজীপুরের শ্রীপুর উপেজেলায় বানর ধরতে গিয়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৫ কর্মী শারীরিকভাবে ‘লাঞ্ছিত’ হয়েছেন।

রবিবার (০৪ জুলাই) শ্রীপুরের বরমী বাজার এলাকায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাস হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

লাঞ্ছিতরা হলেন- গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া কনসালটেন্ট ও গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা মো. আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাশেদ, ক্যামেরা পারসন ফাহাদ আল কাদরিসহ তাদের দুই গাড়িচালক।

শ্রীপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, করোনাভাইরাসপ্রতিরাধী টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পুশ করার আগে বানরের দেহে পুশ করে এর কার্যকারিতা যাচাইয়ের জন্য রবিবার সকালে গাজীপুরের শ্রীপুর যায় টিকা তৈরির অনুমতি পাওয়া বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মী।

সরকারি অনুমতি নিয়ে বানর ধরতে যান তারা। এলাকাটি থেকে ১০টি বানর ধরেও ফেলেন। কিন্তু স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক বানরের জন্য টাকা দাবি করে ও টাকা না দেয়ায় তারা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। একইসাথে তাদের সাথে থাকা টাকাসহ বানরগুলো ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাস হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাদের ঘটনাস্থল  থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মন্ত্রণালয় ও বনবিভাগের কাগজপত্র যাচাই করে গ্লোব বায়োটেকের কর্মকর্তা ও কর্মীদের ছেড়ে দেওয়া হয়।’

Link copied!