নবজাতককে অপহরণ, মায়ের বুকে ফিরিয়ে দিল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৫, ২০২৩, ১২:৩০ এএম

নবজাতককে অপহরণ, মায়ের বুকে ফিরিয়ে দিল র‌্যাব

৭ দিনের নবজাতককে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে শেষ রক্ষা হলো না। র‌্যাবের হাতে ধরা পড়লেন অপহরণকারী রুবেল ও তানিয়া দম্পতি। 

শনিবার (৪ মার্চ) দুপুরে কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

এর আগে শুক্রবার রাতে যশোরের অভয়নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় অপহৃত নবজাতককে উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন মো. রুবেল শেখ (৩৫) ও তার স্ত্রী তানিয়া আফরোজ (২৩)।

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, অপহরণের ৪ দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করা হলো। গ্রেফতার রুবেল একাধিক বিয়ে করেছেন। তিনি গার্মেন্টস ও রাজমিস্ত্রির কাজ করতেন। 

তিনি আরও জানান, ২-৩ মাস পরিকল্পনার অংশ হিসেবে ভুক্তভোগী পরিবারের সাথে সখ্যতা তৈরি করেন তারা। এরই অংশ হিসেবে গেল মাসের ২৬ তারিখ ভুক্তভোগীর ঘর থেকে শিশুটিকে অপহরণ করেন এই দম্পতি। 

পরে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, আর না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। 

শিশুকে ফিরে পেতে নবজাতকের মা মিলি আক্তার সহায়তা চেয়ে থানায় একটি জিডি করলে র‌্যাব-৪ সেই অভিযোগ আমলে নেন। অপহৃত শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করে র‌্যাব। এ সময়ে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় অপহৃত ৭ দিনের নবজাতককেও।

Link copied!