বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৩:৩৮ পিএম

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয়গাড়ীর চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন কমপক্ষে  ১৫ জন। আহতদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোরে শেরপুর উপজেলার কলেজগেট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

 

প্রত্যক্ষ্যদর্শী ও ফায়ার সভির্স কর্মীরা জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাস দুই চালকসহ ৬ জন নিহত হয়। আহত হন অনেকেই।

পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

হাইওয়ে পুলিশ জানান, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা-রংপুর মহাসড়কে চারলেনের কাজ চলমান থাকার কারণে রাস্তা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এ কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

Link copied!