বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৪, ০২:৩০ পিএম

বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতারা। অন্তর্বর্তী সরকার নিজে থেকে মামলা প্রত্যাহার না করলে, ‘বাধ্য করা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ মিছিলে সাবেক ছাত্রনেতারা। 

এতে অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদদীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন, ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন। 

এছাড়া ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স,সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক তড়িৎ চৌধুরী,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি  এম. এম. নাজমুল হাসান, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পারভিন মিশু, লাবনী চৌধুরী, জনি,পাভেল, অমি প্রমুখ মিছিলে অংশ নেন। 

মিছিল শেষে বক্তৃতায় আনোয়ার হোছাইন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে। আমরা এইসব মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছি। সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

গত পাঁচ আগস্ট শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয় উল্লেখ করে তিনি বলেন, আমরা রাজপথে আছি। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে মামলা প্রত্যাহারে বাধ্য করবো।   

আরও পড়ুন: সত্যি কি প্রবাসী সরকার গঠন করবে আওয়ামী লীগ?

সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন বলেন, চেপে বসা অপশক্তির সরকার তাদের দোসরদের দিয়ে শেখ হাসিনার নামে অসত্য মামলা দায়ের করেছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা।

Link copied!