মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে হিজাব

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ১১:৪৩ পিএম

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে হিজাব

photo; collected

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত রাজু ভাস্কর্যের নারী ভাস্কর্যকে রাতের আঁধারে হিজাব পরিয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

রাত সাড়ে ১১ টার দিকে রাজু ভাস্কর্যের এই রূপ দেখা যায়। কে বা কারা এই কাজ করেছে তা এখনো জানা যায় নি।

রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের প্রতীক হিসেবে সমাদৃত। শুধু ৫ই আগস্টের পর নয়, যেকোনো আন্দোলন বা প্রতিবাদের কেন্দ্রবিন্দু হলো এই রাজু ভাস্কর্য।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, কিছু মাস্ক পরিহিত যুবক এসে হিজাব পরিয়ে গেছে। কিন্তু তাদের পরিচয় এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর পাওয়া মতে, হিজাব পরানোরা কিছু পরে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিটন নন্দীসহ কয়েকজন এসে সেটি খুলে ফেলেন ভাস্কর্য থেকে।

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

৫ আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনের একটি ভাস্কর্যেও কোমড়ের নিচে গামছা পরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। 

নব্বইয়ের সন্ত্রাস বিরোধী আন্দোলনে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মঈন হোসেন রাজুর স্মরণে নির্মিত হয় সন্ত্রাসিবেরাধী রাজু ভাস্কর্য। 
 

Link copied!