নতুন উপদেষ্টার বিরুদ্ধে মশাল মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২৪, ০৯:১০ পিএম

নতুন উপদেষ্টার বিরুদ্ধে মশাল মিছিল

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের সামনে সেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন।

আরও পড়ুনঃ সায়েন্সল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। তারা উপদেষ্টা পরিষদে সেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। এছাড়া অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেয়ার দাবি জানান তারা।

মশাল মিছিলে অংশ নেয়া গণপরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। 
 

Link copied!