বেক্সিমকো কি বিক্রি হয়ে যাচ্ছে? কেনার প্রস্তাব দুবাইয়ের কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২৪, ১১:৫১ এএম

বেক্সিমকো কি বিক্রি হয়ে যাচ্ছে? কেনার প্রস্তাব দুবাইয়ের কোম্পানির

দেশের অন্যতম বড় শিল্প ও ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর এরই মধ্যে খবর এলো বেক্সিমকো গ্রুপের লাভজনক চারটি কোম্পানি কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসি।

দুবাইয়ের ওই কনসোর্টিয়ামের পক্ষ থেকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে  প্রস্তাব পাঠানো হয়েছে বলে টিবিএসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বেক্সিমকো গ্রুপের লাভজনক যে চারটি কোম্পানি কিনে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে- সেগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক বিভাগ), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তিস্তা সোলার লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড (স্যাটেলাইট ও ডিটিএইচ লাইসেন্স)।

এই চার কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এছাড়া বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত।

বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শায়ান ফজলুর রহমান বলেছেন, এ ধরনের কোনো প্রস্তাব আমরা পাইনি। শায়ান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে।

দেশের শীর্ষ এই চার কোম্পানি কেনার প্রস্তাব দিয়ে দুবাইয়ের অ্যাডসাম ক্যাপিটালের পাঠানো চিঠি গত ১৪ অক্টোবর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে পৌঁছেছে। এরপর উপদেষ্টা ওই চিঠিটি যাচাই-বাছাই করতে বাণিজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন বলে টিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে দুবাইয়ের এই বিনিয়োগকারীদের প্রস্তাবের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি।

চিঠিতে সই রয়েছে অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার আলি খানের। চিঠিতে বলা হয়েছে, ‘বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম, আমাদেরকে বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার অধিগ্রহণের আগ্রহপত্র জমা দেওয়ার অনুমতি দিয়েছে।

গত ১৫ বছরে দেশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। দল ও সরকার পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি।

কিন্তু গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেকায়দায় পড়ে যান সালমান এফ রহমান। তাকে একটি নৌকার ভেতর থেকে দাঁড়ি কামানো অবস্থায় গ্রেপ্তার করার খবর জানানো হয়। সালমান রহমানের পরনে ছিলো লুঙ্গি, গায়ে একটি পোলো টিশার্ট।

সরকারের পতনের পর সালমানের এফ রহমানের গুলশানের বাড়ি সম্পূর্ণ লুটপাট কররা হয়। বেক্সিমকো গ্রুপের কারখানার ওপরেও হামলার খবর আসে। জব্দ করা হয়েছে সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব। বেক্সিমকো গ্রুপের মালিকদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে।

গত পাঁচ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ এবং রিসিভার নিয়োগ দিয়ে সম্পদ পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংকে আদেশ দেন হাইকোর্ট। সেই আদেশ স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানি হবে আগামী ২৮ অক্টোবর।

আরও পড়ুন: ‘আরও এক বছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি’

আর এই অবস্থার মধ্যেই বেক্সিমকোর চারটি গ্রুপ কেনার প্রস্তাব সামনে এলো। অ্যাডসামের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমাদের গ্রাহকরা বেক্সিমকো গ্রুপের কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ অধিগ্রহণের বিষয়ে আগ্রহী। আপনি বা আপনার সরকার যদি এগুলো বিক্রির পরিকল্পনা করে থাকেন বা পুনর্গঠন করতে চান, তাহলে আলোচনা শুরু করতে আমরা আগ্রহী।

অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট ব্যাংকিং, ফিন্যান্স, প্রযুক্তি, রিয়েল এস্টেট এবং বিনিয়োগে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে।

Link copied!