রাজধানীতে পথশিশু ধর্ষণের শিকার, ঢামেকে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২৫, ০২:৪৫ পিএম

রাজধানীতে পথশিশু ধর্ষণের শিকার, ঢামেকে ভর্তি

ছবি: প্রতীকী

রাজধানীতে আট বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আটটার দিকে বনানী থানার মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে।

শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক।

প্রাথমিক চিকিৎসা দেওয়া পর শিশুটিকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক তাইয়েবা সুলতানা জানান, আজ মঙ্গলবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শিশুটির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাত আটটার দিকে এক ব্যক্তি তাকে মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে। এই ব্যক্তি শিশুটির পূর্বপরিচিত নন। তবে তাকে দেখলে চিনতে পারবে শিশুটি।

শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

Link copied!