জুলাইয়ের শেষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৫, ০৬:৫১ পিএম

জুলাইয়ের শেষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন

চলতি মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণিতে (এইচএসসি) কলেজে অনলাইনে ভর্তির আবেদন শুরু হতে পারে। বিষয়ে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র।

সূত্র জানিয়েছে, নতুন নীতিমালায় মাইগ্রেশন পদ্ধতি ভর্তি প্রক্রিয়ার সময়সীমায় কিছু পরিবর্তন আসতে পারে।

ছাড়াজুলাই গণঅভ্যুত্থানেআহত শহীদ পরিবারের সদস্যদের জন্য কলেজে আসন সংরক্ষণের ব্যবস্থা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে স্কুল পর্যায়ে একই ধরনের আসন সংরক্ষণের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

গত ১০ জুলাই প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট পাস করেছে ১৩ লাখ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এবং জিপিএ- পেয়েছে লাখ ৩৯ হাজার ৩২ জন।

শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, “সব শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকরা মিলে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, “আশা করছি, চলতি জুলাই মাসের শেষের দিকে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

নিজস্ব পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত মিশনারি কলেজগুলোর

প্রতিবছরের মতো এবারও মিশনারি পরিচালিত কলেজগুলোনটর ডেম, হলিক্রস, সেন্ট যোসেফ সেন্ট গ্রেগরিনিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করবে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, “বিগত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমেই একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

কলেজে ভর্তির নির্ধারিত সময়সূচি নির্দেশিকা অনুমোদনের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।

Link copied!