জুলাই ১২, ২০২৫, ১২:১৪ পিএম
দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম আবার শুরু হয়েছে। শুক্রবার হোস্টেল খুলে দেওয়ার পর শনিবার থেকে কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে ফেরেন।
গত ২৮ মে থেকে শিক্ষার্থীরা নিরাপদ ও পর্যাপ্ত আবাসনের দাবিতে পাঁচ দফা দাবি তুলে ধরে ক্লাস বর্জন শুরু করে।
আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে কর্মসূচি চলতে থাকলেও কলেজ কর্তৃপক্ষ ২২ জুন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে যান এবং হল ছাড়েননি।
ফলে প্রায় ৪৫ দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল নতুন আবাসনের জন্য বাজেট অনুমোদন, নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন একাডেমিক ভবনের জন্য পৃথক বাজেট বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
সাম্প্রতিক এক জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকে কলেজ কর্তৃপক্ষ ক্লাস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। শিগগিরই শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পূরণে রুটিন পুনঃনির্ধারণসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরীক্ষার পূর্ববর্তী ছুটি কমিয়ে বা বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের শিডিউল সামঞ্জস্য করার উদ্যোগও বিবেচনায় রয়েছে।
শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরলেও তাদের দাবির অগ্রগতির দিকে তারা নজর রাখছে। ব্যাহত হওয়া একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।