প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে চেতনানাশক খাইয়ে ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার (১১ জুলাই) রাতে পাঁচবিবি থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।
মামলার অভিযোগে বলা হয়েছে, দুই মাস আগে পরিচিত এক নারী সালমা বেগমের আমন্ত্রণে তাঁর বাড়িতে গেলে তরুণীকে ‘ঝালমুড়ি’র সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়।
পরে সালমার সহযোগিতায় মাদক ব্যবসায়ী আতাউর রহমান তরুণীকে ধর্ষণ করে এবং তা গোপনে মোবাইল ফোনে ধারণ করে।
তরুণীর অভিযোগ, এরপর থেকে আতাউর বারবার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার এবং তাঁর বাবাকে হত্যার হুমকি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। লোকলজ্জা ও ভয়ভীতির কারণে এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি তিনি।
মামলায় আতাউর রহমান ছাড়াও সালমা বেগম ও তাঁর স্বামী নয়ন হোসেনকে সহায়তার অভিযোগে আসামি করা হয়েছে।
তরুণী বলেন, “ব্ল্যাকমেইল করে আমাকে বারবার ধর্ষণ করা হয়েছে। সালমা বেগম ও তাঁর স্বামীও এতে জড়িত। আমি সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, মামলার পরপরই সালমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।