পল্লবীতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত ১

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৫, ০৭:০৩ পিএম

পল্লবীতে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত ১

রাজধানীর পল্লবীতে এক আবাসন ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে চাঁদার টাকা না দেওয়ার কারণে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত কে বিল্ডার্সের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, এক ব্যক্তি তাদের কাছ থেকে কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল কার্যালয়ে হামলা চালায়।

সময় হামলাকারীরা গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে চাঁদার টাকা দাবি করেন।

দাবি না মানায় প্রতিষ্ঠানটিতে দুবার হামলা চালানো হয় এবং সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট করা হয়। সর্বশেষ শুক্রবার সশস্ত্র হামলায় একজন গুলিবিদ্ধ হন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, গুলির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা গেছে, চাঁদাবাজি হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জিডিতে বলা হয়, ২৭ জুন প্রথমবার এবং জুলাই দ্বিতীয়বার হামলা চালানো হয়। এরপর গতকাল আবারও হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়, যার পেছনেও চাঁদার দাবি ছিল মূল কারণ বলে জানা গেছে। ওই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে নিন্দা ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই হামলা দুটি রাজধানীতে চলমান চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের ভয়াবহ চিত্র তুলে ধরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!