জুলাই ১৫, ২০২৫, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ–ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল মাঝ পথে।
বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ–ভুটান সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়ার্ধের খেলা। ১৫ মিনিটের বিরতির পর ৩০ মিনিট পরপর দুই দফায় মাঠ পর্যবেক্ষণ করেন ম্যাচ কমিশনার আনসার আসিফ। এই সময়ে মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চালান গ্রাউন্ডসম্যানরা। শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটায় সিদ্ধান্ত হয় কিংস অ্যারেনায় নয়, ম্যাচের বাকি অংশ হবে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। তবে কখন দ্বিতীয়ার্ধ শুরু হবে সেটা এখনো জানা যায়নি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন শান্তি মার্ডি। ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনোমতে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।
আজ সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে কিংস অ্যারেনায় পানি জমেছে। মাঠ হয়ে পড়ে কর্দমাক্ত। তবে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলাদেশ-ভুটান ম্যাচ। কিন্তু মাঠে নেমে দুই দলের ফুটবলাররা টের পান, এমন কন্ডিশনে লড়াই করা কতটা কঠিন। প্রথমার্ধে দুই দলই একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণ শাণিয়েছে। কিন্তু গোলমুখে শরীরের ভারসাম্য ধরে রাখাই দুরূহ হয়ে যায়। কখনো বলে শট নেওয়ার পথেই লুটিয়ে পড়েছেন ফুটবলাররা, আবার কখনো শট নিলেও বল লক্ষ্যে না গিয়ে মাঝপথে কাদাপানিতে আটকে পড়েছে।
এরপর দ্বিতীয়ার্ধে বদল গেল ভেন্যুই।