রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে: জয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৪, ০৮:১৬ পিএম

রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে: জয়

ঐতিহাসিক সাতই মার্চ ও ১৫ই আগস্টসহ আট জাতীয় দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ ঘটনার মধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, আমরা অনলাইনে দেখেছি কীভাবে ছাত্রদের আন্দোলনকে জামাত-শিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে।

‘বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ডও আপনারা দেখেছেন। এখন তারা প্রকাশ্যে আমাদের মুক্তির সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে,’ লিখেছেন তিনি। 

জয় আরও লিখেছেন, ‘নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে।’ 

বুধবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ঐতিহাসিক সাতই মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং চার নভেম্বর জাতীয় সংবিধান দিবসসহ আট জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: জাতীয় দিবস বাতিল করায় আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

এদিনই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল হিসেবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই কারা তাঁকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না।

‘আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে,’ যোগ করেন এই উপদেষ্টা। 

Link copied!