আতাউর রহমান বিক্রমপুরী | ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশের পর আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে পাঠানো হয়েছে।
আতাউর রহমান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আমতলী গ্রামের বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, জিএমপির প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারার অধীনে তার বিরুদ্ধে ৯০ দিনের আটকাদেশ জারি করা ইয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের আটকাদেশ পাওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় টঙ্গী পূর্ব থানা পুলিশ বুধবার বিক্রমপুরীকে গ্রেপ্তার করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠায়।