কক্সবাজার-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমদ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৪০ পিএম

কক্সবাজার-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সালাহউদ্দিন আহমদের পক্ষে তার ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেসসচিব মো. ছফওয়ানুল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন দেলোয়ার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন।

Link copied!