বিক্রি শুরুর ৪ মিনিটেই শেষ রেলের টিকিট!

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৩, ০৩:৫১ পিএম

বিক্রি শুরুর ৪ মিনিটেই শেষ রেলের টিকিট!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (৭ এপ্রিল)। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির এই পদ্ধতিতে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন অনলাইনে টিকিট বিক্রি শুরুর মাত্র ৪ মিনিটেই শেষ হয়ে গেছে সব আগাম টিকিট।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টায় ঈদে বাড়ি যাওয়ার আগাম টিকিট বিক্রি শুরু হয়। প্রতিদিন ২৫ হাজার ৭৭৮টি টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

৪ মিনিটে সব টিকিট শেষ হয়ে গেলেও এবার ঈদের টিকিট অনলাইনে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে রেলস্টেশনে টিকিট কাউন্টারে এসে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই।

রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ এপ্রিল সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। আগে থেকেই যারা অনলাইনে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তারা কোনো ভোগান্তি ছাড়াই পেয়ে যান টিকিট। রোজা রেখে দীর্ঘ সময় লাইনে ঠেলাঠেলি করে টিকিট কেনার যে ভোগান্তি ছিল তার অবসান হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা যায় স্বস্তির বহিঃপ্রকাশ।

প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর একসাথে রেলের অ্যাপটি ব্যবহার করতে পারেন। আর প্রতি মিনিটে ৮ হাজার টিকিট বিক্রি করা যায়। সে হিসাবে আজকের টিকিট মাত্র চার মিনিটেই শেষ হয়ে গিয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

তবে অনলাইনে টিকিট কেনার বিষয়টি যারা বুঝেন না তাদের অনেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারে এসে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। 

শনিবার (৮ এপ্রিল) বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, রোববার (৯ এপ্রিল) ১৯ এপ্রিলের, সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।

অন্যদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

Link copied!