মেয়র আইভীর মিছিলে হামলার মামলা, আসামিদের অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৫:১৭ এএম

মেয়র আইভীর মিছিলে হামলার মামলা, আসামিদের অব্যাহতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের মামলায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই।

অভিযোগপত্রে ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, জখম, ভাঙচুর ও নাশকতার প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রে যাদের নাম এসেছে তারা হলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান, হকার নেতা রহিম মুন্সি, আসাদুল ইসলাম ওরফে আসাদ, সায়মন, ইকবাল হোসেন, মাসুদ পাটোয়ারী ওরফে শুক্কুর, তোফাজ্জল, পলাশ মিয়া, মহসীন বেপারী, সালাউদ্দিন ওরফে সালাউদ্দিন গাজী, সাদেকুল ইসলাম।

যে ১২ জনের নাম অভিযোগপত্রে এসেছে তার মধ্যে কেবল শাহ্ নিজাম ও নিয়াজুল ইসলাম খান এজাহারভুক্ত আসামি; বাকিরা এজাহারবহির্ভূত। একইসঙ্গে মামলার নয় আসামির বাকি সাতজনকে অব্যাহতির সুপারিশ করেছে পিবিআই।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই নারায়ণগঞ্জের পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “ঘটনার তদন্তে যতটুকু পাওয়া গেছে সেটাই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আসামি নিয়াজুল ইসলাম খানের কাছে থাকা অস্ত্রটির তার নামে লাইসেন্সপ্রাপ্ত ছিল। ঘটনার দিন ওই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।“

Link copied!