রেলক্রসিংয়ে দুর্ঘটনার তদন্ত চেয়ে মহিউদ্দিন রনির রিট

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২২, ০৮:৩৩ পিএম

রেলক্রসিংয়ে দুর্ঘটনার তদন্ত চেয়ে মহিউদ্দিন রনির রিট

সারাদেশের রেলক্রসিংয়ে দুর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন মহিউদ্দিন রনি। রিটে চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল মহিউদ্দিন রনির পক্ষে এ রিট করেন। আইন সচিব, রেল সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ২৯ জুলাই চট্টগ্রামের মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গেটম্যান সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

এই মহিউদ্দিন রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ঈদুল আজহার আগে ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে ছয় দফা দাবি নিয়ে অনশন শুরু করেন মহিউদ্দিন।

কমলাপুরে রেল স্টেশনে অবস্থান নিয়ে তার এই প্রতিবাদ কর্মসূচি সারা দেশের মানুষের নজর কাড়ে। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামালপুর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, সিলেট ও চট্টগ্রামেও আন্দোলন সমাবেশ হয়।

Link copied!