সরকারের কোনো ‘ফাঁদে’ পা দেবে না বিএনপি: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১০, ২০২২, ০৩:৪০ এএম

সরকারের কোনো ‘ফাঁদে’ পা দেবে না বিএনপি: গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ভয় দেখিয়ে কোনো লাভ নেই মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের কোনো ‘ফাঁদে’ আমরা পা দেব না।’

বুধবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে। আরে তিনি তো কারাগারেই আছেন। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ভয় দেখিয়ে লাভ নেই। কারণ সরকারের কোনো ফাঁদে আমরা পা দেব না।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘আপনারা এত দিন ঘরে নয়, রাজপথের আন্দোলন চেয়েছেন। এখন রাজপথে আন্দোলন শুরু হয়েছে। এখন আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগের কথা বলছি না। তবে নিরপেক্ষ সরকারের দাবি তুলব আমরা।’

চলমান বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশজুড়ে বিএনপি কয়েকটি বিভাগে সমাবেশ করছে। এই সমাবেশ নিয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সমাবেশগুলোতে শুধু আমাদের দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছে। কারণ বিএনপি যে আন্দোলন করছে, তা জনগণের জীবযাত্রার সঙ্গে মিলে যায়।’

আমরা এখনো মূল জায়গায় আঘাত করিনি-উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা এখন বলছি, আগামী নির্বাচনটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বারবার প্রমাণ করেছে, তাদের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি। আমরা পার্লামেন্ট বিলুপ্তের কথা বলেছি।’

‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে’ বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের নেতাকর্মীদের নির্যাতন ও নিপীড়ন করছেন তাদের বলব, এই সরকার ভবিষ্যতে আপনাদের বেতন দিতে পারবে কি না- সন্দেহ আছে।’

সংগঠনটির সভাপতি রায়হানুল ইসলাম রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

Link copied!