সাবেক সেনাপ্রধান আজিজ বললেন, ভিসা বাতিলের খবর সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৬, ২০২১, ০১:১৩ এএম

সাবেক সেনাপ্রধান আজিজ বললেন, ভিসা বাতিলের খবর সঠিক নয়

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি। ছেলের চিকিৎসার জন্য তিনি এ মূহুর্তে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এ বিষয়ে গণমাধ্যমকে এই খবরের সত্যতা নেই দাবি করেছেন।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।’ এটি স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব। যোগ করেন তিনি। 

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। 

তখন এ বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র জানায়, ‘মার্কিন আইনে ভিসা–সংক্রান্ত সব ধরনের তথ্য গোপনীয় বিষয়। আমরা কোনো ব্যক্তির ভিসার বিষয়ে কোনো মন্তব্য করি না।’

আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। 

Link copied!