সুদান থেকে ফিরতে চাইছেন ৭০০ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ১২:৫৫ এএম

সুদান থেকে ফিরতে চাইছেন ৭০০ বাংলাদেশি

সুদান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম জানান, সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ চলছে। এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকাও তৈরি করা হয়েছে। তবে এ সংখ্যা এখনই চূড়ান্ত নয়। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান তিনি।

সুদানে বিবাদমান দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। এছাড়াও সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসাও এই হামলার শিকার হয়।

পরিস্থিতি অবনতি হওয়ায় খার্তুম ছেড়ে জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ। সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন তিনি।

তবে দেশটিতে অনেক অনিবন্ধিত বাংলাদেশি রয়েছেন যারা পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে আগ্রহী হচ্ছে না। কারণ সুদান থেকে ফিরে এলে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ব্যাক করা সম্ভব নাও হতে পারে। তাই অনেকেই দ্বিধায় রয়েছেন।

এর আগে সুদান থেকে বিভিন্ন দেশের ৯১ জন নাগরিককে উদ্ধার করে সৌদি আরব। সেখানে কজন বাংলাদেশি নাগরিকও ছিলেন। আফ্রিকার দেশ সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন।

Link copied!