‘সৌদি আরবের আইন এবং হজের নিয়ম মানতে হবে’- হজযাত্রীদের বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২২, ০৬:০৯ পিএম

‘সৌদি আরবের আইন এবং হজের নিয়ম মানতে হবে’- হজযাত্রীদের বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সৌদি আরবের আইন এবং হজের সব নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।”

শুক্রবার হজ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারপ্রধান এ কথা বলেন।

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের হজ ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা ছিল এবং আমরা সেটা করতে পেরেছি। আজ আপনারা হজে যাচ্ছেন। এটা দেখে ভালো লাগছে। আপনারা আল্লাহর মেহমান।

এসময় দেশের জন্য হাজীদের দোয়া চেয়ে সরকারপ্রধান বলেন, যারা হজ করতে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন। এই করোনাভাইরাসে যেন কেউ আক্রান্ত না হন, সে দোয়া করবেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসলামের প্রচার-প্রসারের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন।এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যাতে করে মানুষ দ্বীনের সেবা করতে পারে। শুধু তাই নয়, বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান শুরুর আগে কুরআন তেলাওয়াতের প্রচলনও তিনি করেছিলেন।

তিনি বলেন, হাজিরা যাতে নির্বিঘ্নে হজ করতে পারেন এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থা উন্নতি করেছে। আগে হজযাত্রীদের অনেক কষ্ট হতো, এখন ই-পাসপোর্ট চালু হওয়ায় তাদের কষ্ট লাঘব হয়েছে।

Link copied!