হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন ২২, ২০২২, ০৫:৪২ এএম

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে একজনের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৯ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে গুরুতর আহত বিপ্লব মিয়া (৪৫) মারা যান।

বিপ্লব মিয়া উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা। একই ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা আহত ব্যক্তিরা হলেন মধ্য তাহিরপুর গ্রামের জামাল উদ্দিন (৪৯) ও জসিম উদ্দিন (৫৮) এবং ধর্মপাশার আবদুল খালেক (৫০)। অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উজান তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে সিলেট নিয়ে যাওয়া হলে বিপ্লব মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ও দুপুরে একটি হেলিকপ্টারে দুইবার ত্রাণ নিয়ে আসে তাহিরপুরে। বেলা ১১টায় প্রথমবার এবং ২টায় দ্বিতীয়বার হেলিকপ্টার থেকে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কিছু ত্রাণের বস্তা ফেলা হয়। হেলিকপ্টার দেখেই সেখানে বন্যার্ত লোকজন জড়ো হয়। ২০০ থেকে ৩০০ ফুট ওপর থেকে মাঠের মাঝখানে থাকা একটি বালুর স্তূপে কিছু ত্রাণের বস্তা ফেলা হয়। চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রীতে ভরা এসব বস্তার ওজন পাঁচ থেকে ছয় কেজি। এসব বস্তা পড়ে বিপ্লবসহ আহত হন অন্তত নয়জন।

Link copied!