১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে না ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:৩৩ পিএম

১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে না ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত

১৫ সেপ্টেম্বর থেকে আপাতত কার্যকর হচ্ছে না দিনে ৬ ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত। সিএনজি ফিলিং স্টেশন মালিকদের দাবীর প্রেক্ষিতে স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা এই সিদ্ধান্ত জানিয়েছে।

বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মালিক সমিতির পক্ষ থেকে পেট্রোবাংলার কাছে দিনে ৬ ঘন্টার পরিবর্তে ৩ ঘন্টা বন্ধ রাখার দাবী করা হয়। তাদের দাবীর প্রেক্ষিতে পেট্রোবাংলা জানিয়েছে, তারা বিবেচনা করে দেখবে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দিনে ৬ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না। পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। তবে আগামী অক্টোবর বা নভেম্বর থেকে এই গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয় পেট্রোবাংলার পক্ষ থেকে।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএসজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সেসময় বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল।

Link copied!