‘উইঘুর ট্রাইব্যুনাল’ পশ্চিমাদের চীনবিরোধী প্রপোগান্ডা: চীন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২১, ০৩:৪৪ পিএম

‘উইঘুর ট্রাইব্যুনাল’ পশ্চিমাদের চীনবিরোধী প্রপোগান্ডা: চীন দূতাবাস

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়কে নিয়ে ‘উইঘুর ট্রাইব্যুনাল’ বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে যেসব খবর বেরিয়েছে ওইসব খবরকে ভিত্তিহীন ও চীনবিরোধী ‘পশ্চিমাদের প্রপোগান্ডা’ বলে অভিহিত করেছে দেশটি। আর এসব ভিত্তিহীন ও মনগড়া খবর প্রচারে বিরত থাকার জন্য বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

বৃহস্পতিবার (১০ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো চীন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে চীন দূতাবাসের এক মুখপাত্র বলেন, উইঘুর সম্প্রদায়ের যেসব ছবি ও ভিডিও ফুটেজ গণমাধ্যমগুলোতে দেখানো হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে চীনবিরোধী নির্দিষ্ট কয়েকটি পশ্চিমা দেশের কারসাজি ছাড়া আর কিছু নয়।

বাংলাদেশের গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে ওই বিজ্ঞপ্তিতে চীন দূতাবাসের মুখপাাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন বিষয়ে চীনকে অভিযুক্ত করতে কতিপয় দুষ্টচক্র সক্রিয় রয়েছে। এটি আসলে দেশটিকে লাল তালিকায় ফেলার জন্য তাদের বানানো ও অতিরঞ্জিত খবর ছাড়া আর কিছুই নয়।

জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম সম্প্রদায়কে নিয়ে সংবাদ প্রচার করার আগে এবিষয়ে সঠিক তথ্য নিশ্চিত হওয়ার পাশপাশি পরিষ্কা্র ধারণা ও সত্যতা যাচাই করার জন্য বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানিয়েছেন চীন দূতাবাসের ওই মুখপাত্র।  

চীনা দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথাকথিত ‘উইঘুর ট্রাইব্যুনাল’ ব্রিটেনভিত্তিক একটি ব্যক্তি মালিকাধীন কোম্পানি যেটি ‘ট্রাইব্যুনাল’ শব্দটি ব্যবহার করে জণগণকে বিভ্রান্ত ও তাদের সাথে প্রতারণা করছে। ‘উইঘুর ট্রাইব্যুনাল’ বৈধ নয়, বিশ্বাসযোগ্যও নয়। এটি চীনবিরোধী আরেকটি শিবির যেখানে কতিপয় লোক জিনজিয়াং ইস্যুতে চীনকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!