‘দেশে ভোটযুদ্ধে যুদ্ধ আছে কিন্তু ভোট নেই’

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২২, ১১:৪৬ পিএম

‘দেশে ভোটযুদ্ধে যুদ্ধ আছে কিন্তু ভোট নেই’

বর্তমান নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আবারও উচ্চকিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ এ কমিশনার বলেছেন, এ মুহূর্তে দেশে ভোটযুদ্ধে যুদ্ধ আছে কিন্তু ভোট নেই।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, “সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। কিন্তু নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনী সন্ত্রাস প্রতিহত করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরও জোরদার করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সন্ত্রাসের কারণ অনুসন্ধান করে তা থেকে অব্যাহতির উপায় উদ্ভাবন অপরিহার্য। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

নির্বাচনী বিধি অমান্য করে সাংসদদের ভূমিকার কড়া সমালোচনা করে মাহবুব তালুকদার বলেন, “আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়া কর্তনের নামান্তর। কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন। এ জন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। আরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদের সামান্য অর্থদণ্ড প্রদান ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন অসম্ভব বলেও তিনি জানান তিনি।

নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান। নিজেদের ব্যর্থতার কথা তুলে ধরে এই জ্যেষ্ঠ কমিশনার বলেন, আমরা যথাযথভাবে তা (ব্যালটের নিরাপত্তা) দিতে ব্যর্থ হয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না।

মাহবুব তালুকদার স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না।

Link copied!