৩১ অক্টোবর সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে।
১৯২৫ সালে প্রথম বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয়। দিবসটিতে প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়। তবে পূর্বে এটি ওয়ার্ল্ড থ্রিফট ডে নামে পরিচিত ছিল।
১৯২৪ খ্রিস্টাব্দে ইটালির মিলানে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম আন্তর্জাতিক সেভিংস ব্যাংক কংগ্রেসের সম্মেলনের শেষদিনটিকে বিশ্ব সঞ্চয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। ইতালির অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা সম্মেলনের শেষদিনে এ ঘোষণা করেন।
অতিরিক্ত ব্যয় না করে প্রয়োজনমতো অথবা হিসাব করে ব্যয় করার নামই মিতব্যয়িতা। আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিকদের জন্য মিতব্যয়িতার প্রয়োজনীয়তা অপরিসীম।
উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, সে অনুযায়ী আয় বাড়ছে না। এ পরিস্থিতিতে মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করতে আমরা সক্ষম হবো বলে আশা করা যায়।
সেসব পণ্যই কিনুন যা আপনার খুব দরকার, কিংবা না কিনলেই নয়। বাড়তি চাহিদার ওপরে মনোযোগ কমিয়ে একান্ত চাহিদার ওপরে মনোযোগ দিন। তাহলে হয়তো আয়ের সঙ্গে খরচের একটা সামঞ্জস্য চলে আসবে।