ভারতকে শান্তিরক্ষা বাহিনীর সাহায্য নেয়ার পরামর্শ আসিফ মাহমুদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৫২ পিএম

ভারতকে শান্তিরক্ষা বাহিনীর সাহায্য নেয়ার পরামর্শ আসিফ মাহমুদের

ছবি: সংগৃহীত

হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিরক্ষা বাহিনীর সাহায্য নেয়ার জন্য ভারতকে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার, ২ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া একটি পোস্টে তিনি এই পরামর্শ দেন।

তিনি বলেন, “যদি ভারতের আইন প্রয়োগকারী সংস্থাগুলো হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর থেকে সাহায্য চাইতে পারেন।”

তিনি আরও বলেন, “সেক্ষেত্রে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের জন্য অতিরিক্ত সৈন্য প্রদানের মাধ্যমে সহায়তা বাড়াতে পারে।”

ভারতের উদ্দেশে এমন বার্তা দেওয়ার জন্য ওই পোস্টের মন্তব্যে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। 

আরও পড়ুন: আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ 

এর আগে, সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে কয়েক শ লোক বিক্ষোভ করেছেন।

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের (ভারতের) অন্যান্য স্থানে তাদের উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।

অন্যদিকে, আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনাপ্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন।

Link copied!