দেশে বেড়েছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ০৬:০৫ পিএম

দেশে বেড়েছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারী

সংগৃহীত ছবি

গত ১০ বছরে সাত গুণ বেড়েছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ২০১৩ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মোট জনসংখ্যার ৬.৭ শতাংশ, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৬ শতাংশে। 

এছাড়া পরিবার পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭.৯ শতাংশ, রেডিও শোনে ১৪.৯ শতাংশ, টেলিভিশন দেখে ৬২.২ শতাংশ এবং কম্পিউটার ব্যবহার করে ৮.৯ শতাংশ।

দেশের ৯০.৫ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও ল্যান্ডফোন ব্যবহারের হার কমে শূন্য.৭ শতাংশ পরিবারের লোকজনের মধ্যে সীমাবদ্ধ হয়েছে।

সোমবার (১৭ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে জানা যায়, জাতীয় পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩.৬ শতাংশ। যেখানে খানা পর্যায়ে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭.৩ শতাংশ। আর ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪.৫ শতাংশ।

জাতীয় পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের হার ৯০.৫ শতাংশ। আর খানা পর্যায়ে এ হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯.২ শতাংশ; সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২.৪ শতাংশ। নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩.৮ শতাংশ।

জাতীয় পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার ৮.৯ শতাংশ। এ হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪.৬ শতাংশ; সবচেয়ে কম সিলেট বিভাগে ৩.৯ শতাংশ।

তিন বছরের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৬.৭ শতাংশ, যা বেড়ে ২০২২ সালে ৩৮.৯ শতাংশ এবং ২০২৩ সালে ৪৪.৫ শতাংশ হয়েছে। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১.৭ শতাংশ, যা বেড়ে ২০২২ সালে ৮৯.৯ শতাংশ, আর ২০২৩ সালে ৯০.৫ শতাংশ হয়েছে। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫.৬ শতাংশ, যা বেড়ে ২০২২ সালে ৭.৪ শতাংশ, আর ২০২৩ সালে হয়েছে ৭.৯ শতাংশ।

Link copied!