চ্যাট জিপিটি’র ব্যবহার: গোপন থাকছে আপনার তথ্য?

শামস তারেক আজিজ

ডিসেম্বর ৩১, ২০২৩, ০২:১৯ এএম

চ্যাট জিপিটি’র ব্যবহার: গোপন থাকছে আপনার তথ্য?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পুরো বছর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চ্যাটজিপিটি, গুগল বার্ড ও মাইক্রোসফট কো-পাইলটের মতো এআই চ্যাটবট আসার পর  মানুষের প্রাত্যাহিক জীবনের নানা ধরণের কাজে আসছে এগুলো।

এআই চ্যাটবটে মূলত মানুষ যে ধরণের প্রমট বান নির্দেশনা প্রদান করে সে ধরণের তথ্য এটি প্রদান করে। কৃত্তিম বুদ্ধিমত্তাচালিত এসব চ্যাটবটে ব্যাবহার করা হয় লার্জ ল্যাংগুয়েজ মডেল বা এলএলএম। প্রত্যাহিক অনেক জিজ্ঞাসার উত্তর পেতে ব্যবহারকারীরা নানা ধরনের তথ্যই এসব চ্যাটবটের সাথে আদান-প্রদানও করে থাকেন। এতে হতহামেশাই ব্যবহারকারীরা নিজেদের ব্যাক্তিগত ও গোপনীয় নানা তথ্য দিয়ে ফেলেন। যা অনেকের উদ্বেগের কারণ হয়ে ঊঠেছে। এরই মাঝে চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে ইন্টারনেট থেকে অনেক সংবেদনশীল ও গোপনীয় তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে।  

কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞেরা মনে করেন, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, নিজস্ব রাজনৈতিক ভাবনা ও পছন্দের বিষয় চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলোতে আদান-প্রদান করা অনুচিৎ। এসব তথ্যের কারণে ভবিষ্যতে নানা সংকট তৈরি হতে পারে।

এবিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক ওলড্রিজ বলেন, “ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করা বুদ্ধিমানের কাজ নয়। ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে চ্যাটজিপিটির এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, এসব তথ্য পর্যালোচনা করে ভবিষ্যতে চ্যাটজিপিটির নতুন সংস্করণও তৈরি করা হবে। আপনার তথ্য একবার এআই প্রযুক্তির কাছে চলে গেলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব।”

মাইক ওলড্রিজ আরও জানান জানিয়েছেন, “চ্যাটজিপিটিতে আদান-প্রদান করা ব্যক্তিগত তথ্যের কারণে ভবিষ্যতে বিপত্তিতে পড়তে পারেন ব্যবহারকারীরা।”

তবে, চ্যাটজিপিটির প্রতিষ্ঠান ‘ওপেন এআই’ দাবি করছে, ইতিমধ্যে চ্যাটজিপিটির তথ্য সংরক্ষণ প্রযুক্তি বন্ধ রাখার সুবিধা চালু করা হয়েছে। চ্যাটজিপিটির চ্যাট হিস্টোরি সুবিধা বন্ধ রাখলে ব্যবহারকারীদের তথ্য এআই প্রশিক্ষণের জন্য সংরক্ষণ করা হয় না।

কীভাবে বন্ধ রাখবেন চ্যাট হিস্টোরি সুবিধা?

·        চ্যাটজিপিটিতে চ্যাট হিস্টোরী বন্ধ করতে প্রথম আপনার ওয়েব ব্রাউজারে কিংবা মোবাইল অ্যাপে নিজের প্রোফাইল লগ ইন করে নিতে হবে।

·        পরবর্তীতে নিজের নামের উপর ক্লিক করে সেটিংসে প্রবেশ করতে হবে।

·        এরপর ‘ডেটা কন্ট্রোল’ মেনু থেকে ‘চ্যাট হিস্টোরী ও ট্রেনিং’ অপশনটিকে বন্ধ করে দিতে হবে। এতে করে চ্যাটজিপিটিতে করে যেকোন বার্তালাপ ৩০ দিনের বেশি এবং কোন ধরনের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত হবে না। 

Link copied!