গুগলের বছর শুরু হলো বিপুল কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে

শামস তারেক আজিজ

জানুয়ারি ১৮, ২০২৪, ০৩:৩৩ পিএম

গুগলের বছর শুরু হলো বিপুল কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে

মার্কিন প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন বিশ্বের অন্যতম এক বড় প্রতিষ্ঠান গুগল। গুগল বলতে আমরা অনেকেই শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন ভেবে থাকলেও আসলে এটি আমাদের ভাবনার থেকেও বড় একটি প্রতিষ্ঠান। যাতে হাজারো কর্মী নানা ধরণের কাজে নিয়োজিত আছেন।

২০২৪ সালটি সকলের কাছে শুভ হলেও শুভসূচনা হলোনা গুগলের কর্মীদের কাছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের নতুন বছর শুরু করলো শতাধিক কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে। আর বিগত বছরগুলোতে এআই বাজারে আসার পর থেকে যেমনটা মানুষ ভয় করছিলো ঠিক তেমনটাই হয়েছে এক্ষেত্রেও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কাছে চাকুরী হারাতে হলো এসব কর্মীদের।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে কাজ সারতে চায় গুগল। তাই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউনিট, অগমেন্টেড রিয়েলটি দল এবং পিক্সেল, নেস্ট ও ফিটবিটের হার্ডওয়্যার টিমের বেশ কিছু কর্মী ছাঁটাই করবে বলে গত সপ্তাহে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এরআগে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে, অ্যামাজন ডট কম ঘোষণা দেয় তাদের স্ট্রিমিং এবং স্টুডিও অপারেশনের প্রায় পাঁচশতাধিক কর্মী ছাঁটাইয়ের। গত মাসে, মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দীর্ঘ প্রতীক্ষিত এআইভিত্তিক মডেল জেমিনি উন্মোচন করেছে গুগল।

এছাড়াও নতুন বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, ফ্রন্টডেস্ক। গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে প্রায় ২০০ কর্মীকে ছাঁটাই করে রীতিমতো হইচই সৃষ্টি করে প্রতিষ্ঠানটি। যার মাঝে খণ্ডকালীনের পাশাপাশি পূর্ণকালীন চুক্তিভিত্তিক অনেক কর্মী ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারীতের অ্যালফাবেট এর ১২,০০০ কর্মীকে চাকুরীচ্যুত করার কথা জানায়। যা তাদের বিশ্বব্যাপী তদের কর্মীদের ৬ শতাংশ। গতবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির সর্বমোট কর্মী ছিলো এক লক্ষ ৮২ হাজার ৩৮১ জন। গত বছরে মাইক্রোসফট ও স্ন্যাপচ্যাটের মতো বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে।

Link copied!