কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষ উঠেছে অনন্য উচ্চতায়। মানুষের হাতের তৈরি রোবটের নির্দেশে চলছে এবার মানুষই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
যেমন ধরুন, সায়েন্স ফিকশনের পাতা থেকে এখন বাস্তব পৃথিবীতে চলে এসেছে হিউম্যানয়েড রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা রোবটটির নাম মিকা। পোল্যান্ডের একটি মদ্য উৎপাদনকারী কোম্পানী ডিকটেডর প্রথম হিউম্যানয়েড রোবট ‘মিকা’ কে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিয়োগ করেছে। এবার এই রোবটের নির্দেশে চলবে মানুষ।
মিকা তার বোন সোফিয়ার প্রোটোটাইপ, আরও উন্নত সংস্করণ। পোল্যান্ডের অভিজাত রাম উৎপাদনকারী ডিকটেডরের সাথে চুক্তি স্বাক্ষরের পরের দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর, ২০২২ থেকেই মিকা তার অফিসিয়াল ক্যারিয়ার শুরু করেন।
ডিকটেডর পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তকে প্রতিষ্ঠানটির ইউরোপ অংশের প্রেসিডেন্ট মারেক একই সাথে বৈপ্লবিক এবং সাহসী বলে আখ্যায়িত করেছেন।
কখনো কি ভেবে দেখেছেন যদি মদ্যপান করতে গিয়ে দেখেন আপনার সামনেই বসে আছে একজন এ আই পরিচালিত রোবট!
পোল্যান্ডের অ্যালকোহল ও বেভারেজ কোম্পানি ডিকটেডর, হংকং-ভিত্তিক রোবোটিক্স কোম্পানি হ্যানসন রোবোটিক্সের সহযোগিতায় এই হিউম্যানয়েড রোবটকে সিইও হিসেবে তৈরি করেছে। বিশ্বে এমন মানব সদৃশ্য রোবট সিইও নিয়োগের ঘটনা প্রথম ঘটল।
যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান আর প্রযুক্তির ধরাছোঁয়ার বাইরে বোধ হয় আর কোন কিছুই বাকি নেই। সবই সম্ভব হয়ে উঠছে আস্তে আস্তে। মানুষের হাতের তৈরি রোবটের নির্দেশে চলছে এবার মানুষই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এতো দিন রোবট চলত মানুষের নির্দেশনায়। এবার রোবটের নির্দেশে চলবে মানুষ। এমনকি পরিচালনাও করবে একটি প্রতিষ্ঠান!
ডিকটেডর মিকার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সে বলেছে যে সে উন্নত এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মিকা আরও জানায়, তার নেওয়া সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত স্বার্থের ওপর নির্ভর করে না। নির্ভুল গণনার মাধ্যমে কোম্পানির নীতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে সে। যদিও ডিকটেডরের কর্মচারী নিয়োগ এবং বরখাস্তের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনো মানুষের হাতেই থাকছে। মূলত কোম্পানির পণ্য ডিজাইন করার জন্য শিল্পী বাছাই করার মতো কাজ করছে মিকা।
তবে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস তাঁদের রিপোর্টার লরেন সিমোনেটির বরাত দিয়ে বলছে যে কারও প্রশ্ন শুনে তার উত্তর প্রক্রিয়া করতে মিকার "উল্লেখযোগ্য সময় বিলম্ব" হচ্ছে। অর্থাৎ কথোপকথনের সময় মিকার সময় বেশি লাগছে।
এদিকে, ডিকটেডরের মতে, মিকাকে অনারারি অধ্যাপক হিসেবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র কলেজিয়াম হিউম্যানাম ইউনিভার্সিটির ২০২৩-২৪ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছিল। মিকা মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি তুলে ধরেন।
এছাড়াও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওতে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের মত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছে একটি রোবট।