ভারতে স্যামসাং ও অ্যাপলের নানা পণ্যের ওপর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির ‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি-ইন)। ইউজার ডেটা ও ডিভাইস নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বেশ কিছু দুর্বলতাকে উদ্ধৃত করে এই সতর্কতা প্রদান করা হয়েছে বলে জানা যায়।
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) এর মতে, অ্যাপলের কিছু পণ্যে বেশ কয়েকটি নিরাপত্তা দুর্বলতা রয়েছে যা সাইবার অপরাধীদের কাছে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য এবং ডিভাইসের অনেক কিছুর অনুমতি দেয়।
ব্যবহারকারীর অনুমতি ছাড়াই টার্গেট সিস্টেমে নিজস্ব কোড প্রবেশ করাতে পারে, নিরাপত্তা বিষয়ক বিধি-নিষেধ বাইপাস করে, ডিভাইসে বিশেষ অধিকার পেতে পারে এবং টার্গেট ডিভাইসে স্পুফিং ধরণের আক্রমণও করতে পারে।
এই নিরাপত্তা দুর্বলতার মাঝে রয়েছে আইওএস, আইপ্যাড ওএস, ম্যাক ওএস, অ্যাপেল টিভি ওএস, অ্যাপেল ওয়াচ ওএস এমনকি এটি অ্যাপেলের সাফারি ব্রাউজারকেও প্রভাবিত করে।
গত বুধবার ভারত সরকার স্যামসাং গ্যালাক্সি ফোনের বিরুদ্ধেও এ ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করে। এ সম্পর্কে সিইআরটি-ইন জানায়, স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে এ ধরনের নিরাপত্তা ত্রুটি রয়েছে যা সাইবার আক্রমণকারীদের সুরক্ষা ব্যবস্থাগুলো বাইপাস করতে, ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করতে এবং ডিভাইসে ক্ষতিকারক কোড সম্পাদন করতে দেয়। এ ধরনের ত্রুটি স্যামসাং মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন ১১, ১২, ১৩, এবং ১৪ তে পরিলক্ষিত হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে ব্যবহারকারীদের নিজস্ব ডিভাইসগুলো ব্যবহারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়, বিশেষত ওয়েব ব্রাউজিং, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ক্ষেত্রে। ব্যবহারকারীদের নিজস্ব ডিভাইসের সকল ধরনের সন্দেহজনক ক্রিয়াকলাপ বা বার্তার দিকে নজর রাখার দিকে জোর দিচ্ছে সংস্থাটি। এছাড়াও নির্দিষ্ট সময়ে সিকিউরিটি প্যাচ হালনাগাদ করতে বলছে তারা।
বিশ্বের সর্বাধিক বিশ্বস্ত প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক হিসেবে অ্যাপল এবং স্যামসাংয়ের খ্যাতি রয়েছে। তবে, তারা সাইবার আক্রমণ থেকে মুক্ত নয়। ব্যবহারকারীদের যে কোনো ডিভাইস ব্যবহারের সাথে আসা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সদা সচেতন হওয়া উচিত।