বাঙালিদের জন্যে ক্রিকেট মানেই এক আবেগের জায়গা, ক্রিকেট মানেই উন্মাদনার আরেক নাম। একে ‘দ্য জেন্টলম্যানস গেম’ও বলা হয় । সূচনালগ্নের ক্রিকেট আর আধুনিককালের ক্রিকেটের মাঝে রয়েছে হাজারো পার্থক্য। গত কয়েক দশকে ক্রিকেট পেয়েছে প্রযুক্তির ছোঁয়া। যাতে আম্পায়ারদের জন্যে যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহজ তেমনি তা নিয়ে সন্তুষ্ট থাকতে দেখা গেছে খেলোয়াড়দেরও।
যুগের সাথে তাল মিলিয়ে চলতে ক্রিকেটে সময়ে সময়ে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। পাশাপাশি নানা নতুন আইন। স্পাইডার ক্যাম, হক আই, আল্ট্রা এজ, এলইডি লাইট স্ট্যাম্প, হটস্পটসহ বর্তমানে ক্রিকেটে নানা প্রযুক্তি ব্যবহার চলছে।
আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে ব্যবহৃত হয় ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। যখন আম্পায়ার কোনো সিদ্ধান্ত নিতে ভুলে যান বা ভুল করেন, তখন সেটি বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে পুনরায় যাচাই করে দেখা হয়।
যদিও ক্রিকেট খেলায় আম্পায়াররা হয়ে থাকেন অনেক অভিজ্ঞ, তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখেন সবসময়। তবুও এলবি-ডাব্লিউ-আউট হলে আম্পায়ারদের হরহামেশাই দ্বিধা-দ্বন্দ্বে পড়তে দেখা যায়। তখন তারা সাহায্য নেন হক আই নামক প্রযুক্তির। এই প্রযুক্তিতে বলের গতি ও বলের দিক হিসাব করে বলটি স্ট্যাম্পে আঘাত করবে কিনা বা করলেও কতটুকু অংশ করবে তা খুব নিখুঁতভাবে নিরূপণ সম্ভব।
স্টেডিয়ামে হাজারো ভক্তদের উল্লাস-উচ্ছাসের মাঝে কট বিহান্ড আউটের আপিলে, বল ব্যাটারের ব্যাটে লেগেছে কিনা তা নিয়ে নিশ্চিত করতে সাহায্য নিতে দেখা যায় আল্টা এজ ও হটস্পট প্রযুক্তির।
আল্ট্রা এজে মূলত স্ট্যাম্পে সাথে সংযুক্ত থাকা মাইক্রোফোন ও স্লো মোশন ক্যামেরার ভিডিও একত্রে করে ব্যাটে বল লাগার সময়কালকে দেখা হয় তখন কোনো অডিও ফ্রিকোয়েন্সি পাওয়া যায় কিনা।
বল ব্যাটের সংস্পর্শে আসলে খালি চোখে কিংবা অডিও ফ্রিকোয়েন্সিতে বুঝা না গেলেও সে স্থানে যে তাপ উৎপন্ন হয় সে তাপ শনাক্ত করতেই ব্যবহার হয় হটস্পট প্রযুক্তি। এতে মাঠের দুইদিকে থাকা ইনফ্রারেড ক্যামেরায় দেখা হয় বল ব্যাটের সংস্পর্শে তাপ এসেছে কিনা।
খেলায় প্রায়ই দেখা যায় মাঠের উপরে কয়েকটি তারের মাঝে দিয়ে ঝুলছে ক্যামেরা। এর নাম স্পাইডার ক্যাম। খেলা সম্প্রচারের একটি আধুনিক প্রযুক্তি এটি। দেখতে ড্রোন মনে হলেও স্পাইডারক্যাম মাঠের চার কোণে যুক্ত তারের মাধ্যমে চলাফেরা করে।
সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটারদের গতিবিধি পর্যবেক্ষণ আনা হয়েছে জিপিএস ট্র্যাকার। যাতে মাঠে খেলোয়ারদের নিখুঁত অবস্থান নিশ্চিত করা যায়।
এলইডি লাইট স্ট্যাম্পও এমন এক অত্যাধুনিক প্রযুক্তি যার মাধ্যমে স্ট্যাম্পের বেল নড়ার সাথে সাথে এলইডি লাইটগুলো জ্বলে ওঠে, যা রান আউট ও স্ট্যাম্পিং নির্ণয়ে বড় ভূমিকা পালন করে।
এছাড়াও সম্প্রতি স্মার্ট বল প্রযুক্তি নিয়ে কাজ চলছে।