এক্সকে পেপ্যালের আদলে তৈরির পরিকল্পনা

তাবিবুর রহমান

জানুয়ারি ১৫, ২০২৪, ০৫:৩৩ পিএম

এক্সকে পেপ্যালের আদলে তৈরির পরিকল্পনা

সংগৃহীত ছবি

মালিকানা পরিবর্তনের পর থেকে এক্সের চেহারাই বদলে গেছে। ‘এক্স’ অ্যাপটি যা পূর্বে ‘টুইটার’ নামে পরিচিত ছিল। বেনমো ও পেপ্যাল থেকে ধারণা নিয়ে ইলন মাস্ক এক্সকে ধীরে ধীরে সবকিছুর সমন্বিত অ্যাপ হিসেবে রূপান্তরিত করছেন। 

২০২৪ সালে নতুন বিপ্লব ঘটাতে অর্থ আদান প্রদানের সিস্টেম চালু করছে এক্স। মঙ্গলবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছে অ্যাপটি।

তবে কখন বা কীভাবে এই নতুন সিস্টেম চালু করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি ওই পোস্টে। এর আগেও ইলন মাস্ক নতুন অনেক ফিচার এনেছেন পরবর্তীতে অবশ্য অনেক ফিচার বাদও দিতে হয়েছে।

প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম টেকক্রাঞ্জের মতে, প্রাথমিকভাবে এক্স পেমেন্ট ৩২টি রাষ্ট্রে বাস্তবায়ন করা হবে।তারা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে ভাবছেন মাস্ক। তিনি এর মাধ্যমে ব্যাংক সিস্টেমকে দুর্বল করে দিতে চাইছেন। মাস্কের দ্বারা এটি সফলভাবে করা সম্ভব। কারণ পেপ্যালের সহ -প্রতিষ্ঠাতা তিনি।

এছাড়া এক্স অ্যাপে সার্চ প্রক্রিয়া ও বিজ্ঞাপনকে আরও ব্যবহারকারী বান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা আনতে যাচ্ছে এমনটাই ঘোষণা দিয়েছেন।

অ্যাপটি কন্টেন্ট ক্রিয়েটারদের পেছনে অর্থ বিনিয়োগ করতে চলেছে। মোটকথা, এক্স অ্যাপে সব সুবিধা আনতে চাইছেন ইলন মাস্ক। এত সুবিধার পরেও সাধারণ মানুষের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা পায় সেটিই এখন দেখার বিষয়।

Link copied!