সংগৃহীত ছবি
চলতি বছরের ডিসেম্বরেই বন্ধ হতে যাচ্ছে নিষ্ক্রিয় সকল গুগল একাউন্ট। বন্ধ হওয়ার এই তালিকায় থাকবে দুই বছর বা এর বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা একাউন্টগুলো। গুগলের এমন পদক্ষেপের কথা আগে জানা গেলেও সম্প্রতি এ সম্পর্কিত একটি মেইল পাঠিয়েছে তারা। যদিও এ নিয়ে ব্যবহারকারীদের এখনই ঘাবড়াতে না বলছে প্রতিষ্ঠানটি।
এ সম্পর্কে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রুথ ক্রিচেলি একটি ব্লগে জানান, গুগলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় বা অব্যবহৃত একাউন্টে ভাঙতে পারে এটি, কারণ এসব একাউন্টে বহুদিনের পুরোনো পাসওয়ার্ড ব্যবহার হয়ে থাকে এবং বেশিরভাগেরই চালু থাকে না টু-স্টেপ ভেরিফিকেশন, তাই এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি গুগল তাদের ‘ইনএকটিভ একাউন্ট পলিসি’ হালনাগাদ করেছে। এতে, আগামী ১ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে এর ব্যবহারকারীরা দুই বছর বা তার বেশি সময় ধরে নিজেদের একাউন্টে সাইন ইন না করলে, সেসব একাউন্ট মুছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্যবহারকারীদের একাউন্ট সচল রাখতে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে গুগল। দুই বছরের মাঝে অন্তত একবার একাউন্টে লগ ইন করার দিকে জোর দিচ্ছে তারা। পাশাপাশি ইমেইল পাঠানো কিংবা খোলা, গুগল ড্রাইভ ব্যবহার, ছবি শেয়ার, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড এবং গুগলে কিছু সার্চ করার মাধ্যমে সচল থাকবে একাউন্ট। একাউন্ট বন্ধ হওয়ার পূর্বে এতে সংযুক্ত থাকা রিকোভারি ইমেইলে পাঠানো হবে একাধিক নোটিফিকেশন। একবার গুগল একাউন্ট ডিলিট হলে সেটিকে আর ফিরে পাওয়া যাবে না।
বর্তমানে বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাজের জন্য গুগল সার্ভিসেস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর আগে গুগল ২০২০ সালে তাদের পলিসি হালনাগাদ করে. তুলে নেওয়া হয় গুগল ফটোজের আনলিমিটেড স্টোরেজ সুবিধা। তখন এ কারণে ব্যবহারকারীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।