এপ্রিল ৩০, ২০২১, ১২:৪৪ এএম
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে অ্যাপল বাজারে এনেছে বিশেষ ধরণের আইফোন। এর বিশেষ ধরণের অ্যান্টি-ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক নিজের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমগুলো থেকে গোপন রাখতে পারবে।
সাধারণত ফোনের আপডেট ভার্সন মানে নতুন নতুন কতগুলো ইমোজিস। তবে, অ্যাপলের সবশেষ আপডেট নিয়ে এসেছে তার চেয়েও বেশি কিছু। যা বদলে দেবে পুরো ব্যক্তিগত সুরক্ষা এবং প্রযুক্তি বাজার।
এর ফলে এখন থেকে গ্রাহকদের ট্র্যাক করতে অনুমতি নিতে হবে ফেইসবুক বা টিকটকের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমকে। ট্র্যাকিং এর মাধ্যমেই গ্রাহকদের রুচি ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন প্রচার করে এসব সামাজিক মাধ্যম।
আর এতেই অ্যাপলের ওপর ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বেশ চটেছেন। লক্ষ্য করা যায়, ফেইসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা যা কিছু দেখে পরবর্তীতে ওই ধরণের বিষয়গুলোই সবসময় দেখা যায় তাদের নিউজ ফিডে। কিভাবে সম্ভব এটি! উত্তরটা খুবই সহজ এবং মোটামুটি সকলেরই জানা। সবসময় ব্যবহারকারীদের ট্র্যাকিং করছে সামাজিক মাধ্যমগুলো। অজান্তেই নিয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য।
আর এই বিষটির বিরুদ্ধেই অ্যাপলের আইফোনে এ বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।
অবশ্য ফেইসবুক ও সামাজিক মাধ্যমগুলো দাবি করছে, এতে ক্ষতিগ্রস্ত হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নির্ভর ক্ষুদ্র ব্যবসা খাত। কারন, এ ধরণের ব্যবসায় গ্রাহককে আকৃষ্ট করতে ও দীর্ঘ সময় গ্রাহকের সাথে সম্পৃক্ত থাকতে গ্রাহকের রুচি-পছন্দ প্রভৃতি সম্পর্কে প্রতিনিয়ত জানতে হয়। তা না হলে প্রতিযোগীতার বাজারে তারা টিকে থাকতে পারেনা। তাই এটুকু নিরাপত্তা ভঙ্গ করতেই হয়।
শুধু যুক্তরাষ্ট্রেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের শিল্প।
ফেইসবুক বলছে, এই ধরণের বিজ্ঞাপনের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীরা। সঠিক গ্রাহকের কাছে পণ্য প্রচার করতে এই মাধ্যম ব্যবহার করেন তারা।
তবে, অ্যাপল বলছে তথ্য ট্র্যাকিং এর গোপন দুনিয়া প্রকাশ্যে আনার সময় হয়েছে এখন। এর মানে, চাইলেই যে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ অনুসরণ করতে পারবে না সামাজিক মাধ্যমগুলো।