শিশু একাডেমিতে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গাইলো ১০০ শিশু শিল্পী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪, ১১:৪৭ এএম

শিশু একাডেমিতে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গাইলো ১০০ শিশু শিল্পী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। আজ ২৭ মার্চ দ্বিতীয় দিন দুপুর  সাড়ে ১২টায় শুরু হয়েছে অনুষ্ঠান।  এতে ‘বাংলাদেশ’ শিরোনামের একটি গানে কন্ঠ শিল্পী রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে ১০০ শিশু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

গানটি লিখেছেন ছড়াকার, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু। গত ২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ রেকর্ডিং সম্পন্ন হয় ‘বাংলাদেশ’ গানটির।

অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী রুনা লায়লা শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরাই বাংলাদেশ, তোমরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।’

শিশু একাডেমির এমন আয়োজনে খুশি অভিভাবক ও প্রতিযোগীরা। অভিভাবক তাসনিম জাহান জানান, ‘সংগীতশিল্পী রুনা লায়লা আমাদের উপমহাদেশের গর্ব। আমার দুই মেয়ে তার সাথে আজ গান করেছেন, এটা ওদের জন্য বড় অনুপ্রেরণা এবং আমাদের জন্য প্রাপ্তি হয়ে থাকবে। অনেকদিন ধরে বাচ্চারা রিহার্সেল করছিল, আজ  সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আমরা সবাই খুশি।’

এছাড়া, অংশগ্রহণকারী শিশু শিল্পীরাও তাদের অনুভূতি ও শ্রদ্ধা জানিয়েছে বরেণ্য কন্ঠশিল্পী রুনা লায়লা প্রতি। পাশাপাশি এমন আয়োজনের অংশগ্রহণে অনুপ্রেরণা দেওয়ায় ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষকদের প্রতি।

অনুষ্ঠানের শুরুতে শিশুরা কবিতা আবৃত্তি করে। পরে কন্ঠশিল্পী রুনা লায়লার সাথে গানের মাধ্যমে শেষ হয় সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। পরে ফটো সেশন এর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

Link copied!