জুন ৯, ২০২৩, ১১:৫৯ পিএম
প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবার হাতে তুলে নিতে বদ্ধ পরিকর ম্যানচেস্টার সিটি। শনিবার (আজ রাত ১টায়, রবিবার বাংলাদেশে) ইস্তাম্বুলের ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও তারা শিরোপা জয়ের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে। যদিও ইংল্যান্ড ও ইতালিয়ান দুই জায়ান্টের এই দ্বৈরথে সামগ্রিক বিবেচনায় সিটিকেই সবাই এগিয়ে রাখছে। এই শিরোপা জয়ের মাধ্যমে ঐতিহাসিক ট্রেবলও নিজেদের করে নিতে চায় সিটিজেনরা।
২০০৮ সালে আবু ধাবী ভিত্তিক প্রতিষ্ঠানের কাছে সিটির মালিকানা যাবার পর থেকেই অন্যতম লক্ষ্য ছিল ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা ঘরে তোলা। কিন্তু দীর্ঘ ১৪ বছরেও তা অধরাই থেকে গেছে। যদিও নতুন মালিকের অধীনে নিজেদের ইংলিশ ফুটবলে অন্যতম জায়ান্ট দল হিসেবে ঠিকই প্রতিষ্ঠিত করে ফেলেছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগ শিরোপা জয় এখন তাদের কাছে নিয়মে পরিনত হয়েছে।
২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও অল-ইংলিশ ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয়। গতবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। সেই ম্যাচের প্রতিশোধই যেন এবার নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছনে ফেলে স্বপ্নে ফাইনাল নিশ্চিত করেছে। এখন ইস্তাম্বুলে আতার্তুক অলিম্পিক স্টেডিয়ামে শেষ কাজটুকু সাড়তে চায় সিটি।
২০১৭ সাল থেকে সিটির গোলবার সামলানো এডারসন এ সপ্তাহে বলেছেন, ‘এই শিরোপার জন্য আমরা সবাই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এই দলটি অনেক জয় দেখেছে, একইসাথে বেশ কিছু পরাজয়ও বরণ করেছে। যে সমস্ত খেলোয়াড় গত পাঁচ থেকে ছয় বছর এখানে আছে তারা এসব জয়-পরাজয়ের সাক্ষী। আমরা পরাজয় থেকে শিক্ষা নিয়ে এ পর্যন্ত এসেছি।’