গত বছর ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ভারতে। সে বিশ্বকাপে ২টি ম্যাচ জেতে টাইগাররা। আর ৭ ম্যাচে হেরে বিপদে বাংলাদেশ। তদন্ত কমিটি হয়েছে। তিন সদস্যের। সেখানে আকরাম খানও ছিলেন। সোমবার সিলেটে তামিম ও সাকিবের সঙ্গে তারা দেখা করেছেন।
দেশের ক্রিকেট কিভাবে ভাল করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। এই কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। তিনি সংবাদমাধ্যমকে বলেন,‘ আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই ক্রিকেট বোর্ডকে জমা দেবো। যেহেতু আমরা পেয়েছি ওদের দুজনকেই, সেজন্য সকালে এসে ওদের সঙ্গে কথা বলে এখন চলে যাচ্ছি।`
সাকিব ও তামিমের সম্পর্কের অবনতি হয়েছে। এ ব্যাপারে সিরাজ বলেন,‘ এগুলো তো মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না। আমার মনে হয় না আমি বলতে পারবো। কারণ এটা খুবই কনফিডেনশিয়াল। যখন সময় আসবে তখন দেখতে পারবেন আপনারা, জনগণও দেখতে পাবে। আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি এটাকে ঠিক ওভাবে বিবেচনায় আনছি না। পরিস্থিতিতিতে অনেক কিছু হয়। সবকিছুই পৃথিবীতে সমাধানযোগ্য।`