প্রেমিকাকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যাশ গার্ডনার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৫, ১২:৪৬ পিএম

প্রেমিকাকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যাশ গার্ডনার

অ্যাশ গার্ডনার-মনিকা রাইট দম্পতির বিয়ের ছবি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অন্যতম তারকা অ্যাশ গার্ডনার বহু বছরের প্রেমিকা মনিকা রাইট-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি তারা বিয়ে করেন।

বিয়ের মুহূর্তের একটি ছবি তারা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যার ক্যাপশন ছিল সহজ অথচ হৃদয়গ্রাহী: “মিসেস অ্যান্ড মিসেস গার্ডনার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডনারের অনেক অস্ট্রেলিয়ান সতীর্থ, যেমন এলিস পেরি, এলিস ভিলানি, এবং কিম গার্থ। তাদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সামাজিক মাধ্যম।

চ্যানেল ৭-এর স্পোর্টস উপস্থাপক মেল ম্যাকলাফলিন লিখেছেন, “অত্যন্ত সুন্দর! অসাধারণ। অভিনন্দন অ্যাশ।”  

সাবেক ফাস্ট বোলার ও চ্যানেল ৭-এর ভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ড মন্তব্য করেন, “অভিনন্দন অ্যাশ!”   

এদিকে জেস জনাসেন, লরা উলভারড্ট, সোফিয়া ডানকলে, এবং স্কট বোল্যান্ড-সহ আরও অনেক ক্রীড়াবিদ তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিয়ের পর নবদম্পতি বর্তমানে টোকিও-তে রয়েছেন মধুচন্দ্রিমা উপভোগ করতে।

গার্ডনার শুধু দলীয় সাফল্যের অংশ নন, তিনি দু’বারের বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড (২০২২ ও ২০২৪) জয়ী এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র।  

সংশ্লিষ্টরা বলছেন, অ্যাশ গার্ডনার ও মনিকা রাইট-এর এই বিবাহ কেবল ভালোবাসার উদযাপনই নয়, বরং খেলাধুলার জগতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির একটি গর্বিত বার্তাও বয়ে আনে।  

Link copied!