ক্রিকেটে রাজনীতি চায় না এসিসি, এশিয়া কাপের ঘোষণা দেবে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২৫, ০৬:৫১ পিএম

ক্রিকেটে রাজনীতি চায় না এসিসি, এশিয়া কাপের ঘোষণা দেবে ভারত

ছবি: সংগৃহীত

ভার্চুয়ালি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এজিএমে আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এসিসির চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন রাজা নাকভি।

সভা শেষে সংবাদমাধ্যমকে নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসির ২৫ জন সদস্যই এই সভায় অংশ নিয়েছেন। আমি এখানে আগত এবং ভার্চুয়ালি অংশ নেওয়া সব সদস্যকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য। আমরা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’

এশিয়া কাপের বিষয়ে দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা হবে বলে আশাবাদ জানিয়ে নাকভি বলেন, ‘এই বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। আমরা বিসিসিআইর সঙ্গে আলোচনা করছি, আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।’

২০২৫ সালের এশিয়া কাপ ছাড়াও ২০২৭ সালের আয়োজক নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে, যা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সমাধান করবেন বলে জানান নাকভি। তার ভাষায়, ‘তাড়াতাড়ি সম্ভব এটি সম্পন্ন করব।’

ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় থাকলেও বিসিবি সভাপতির মধ্যস্থতায় সে সমস্যা কেটে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এসিসি সভাপতি। তিনি বলেন, ‘সবাই মিলেই আমরা ক্রিকেটের স্বার্থে কাজ করছি, ভবিষ্যতেও করব।’

এজিএম শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসিসির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের শেষ টি-টোয়েন্টি উপভোগ করার জন্য আসার কথা রয়েছে। সভার আগেই জানা গিয়েছিল, পিসিবি সভাপতি নাকভি মিরপুরে এই ম্যাচটি দেখবেন।

Link copied!