ছবি: সংগৃহীত
ফোনে ডেকে নিয়ে একজনকে মারধর করার ও হুমকি দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তাসকিন আহমেদের বিরুদ্ধে, তা পুরোপুরি অস্বীকার করেছেন অভিজ্ঞ এই পেসার।
বাসা বদলানোর ব্যস্ততায় থাকায় আগে ফোন ধরা সম্ভব হয়নি জানিয়ে তাসকিন উল্টো অভিযোগ করেন, মারধর করা হয়েছে তার এক বন্ধুকে।
“আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে।”
“রসি নামে আমার একজন বন্ধু আছে, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টা আমার নামে জিডি করেছে।”
সিফাতুর রহমান সৌরভ নামে এক তরুণ তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, রোববার রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন তাসকিন।
সৌরভ জাতীয় দলের পেসার তাসকিনের ছোটবেলার বন্ধু বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন বলেন, তাসকিনের নামে একটি অভিযোগ তারা পেয়েছেন।
“সনি সিনেমা হলের সামনে রোববার রাতে (তাসকিন) মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।”
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আপাতত খেলার বাইরে আছেন তাসকিন। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই।